সিলেটে বিনামূল্যে প্রি-পেইড মিটার পাবেন যেসব গ্রাহক

সিলেট ব্যুরো প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৫:০৯ পিএম

সিলেট মহানগরের নির্দিষ্ট কিছু বিদ্যুৎ গ্রাহকের জন্য এসেছে সুখবর। এবার আবেদন ছাড়াই বিনামূল্যে ঘরে বসেই বদলে যাবে বিদ্যমান প্রি-পেমেন্ট মিটার।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), বিক্রয় ও বিতরণ বিভাগ-২, সিলেটের নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, “স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রজেক্ট ইন ডিস্ট্রিবিউশন জোনস অফ বিপিডিবি” শীর্ষক প্রকল্পের আওতায় সিলেট মহানগরের ১৪ ও ৭ সিরিয়ালের আওতাভুক্ত সকল বিদ্যুৎ গ্রাহকের বিদ্যমান প্রি-পেমেন্ট মিটার পরিবর্তন করে স্মার্ট মিটার স্থাপন করা হবে।

বিউবো সূত্র জানায়, নতুন মিটার বসানোর জন্য গ্রাহকদের কোনো আবেদন করতে হবে না। নির্ধারিত মিটার পরিবর্তনকারী দল সরাসরি গ্রাহকের বাসায় গিয়ে মিটার প্রতিস্থাপন করবে। তবে, আগের নিয়ম অনুযায়ী প্রতি মাসে মিটার ভাড়া চালু থাকবে।

নতুন স্মার্ট প্রি-পেমেন্ট মিটারে আধুনিক সুবিধা থাকবে। এর মাধ্যমে এক নজরে জানা যাবে ব্যালেন্স, বিদ্যুৎ ব্যবহার, সময় ও জরুরি তথ্য।

ইএইচ