অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই সমাবেশ হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ফখরুল ইসলাম ফেদাউসের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান ও মো. বশির হাওলাদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম ভিপি, জেলা কৃষকদলের সভাপতি আবদুর রহমান সেন্টু, পৌর বিএনপি নেতৃবৃন্দ এবং যুবদল, কৃষকদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, একটি গোপন চক্র সরকারের মদদে বিএনপি ও তারেক রহমানকে নিয়ে ধারাবাহিকভাবে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের অপতৎপরতা দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার হরণের শামিল।
তারা আরও বলেন, মিটফোর্ডে সংঘটিত হত্যাকাণ্ড, সারাদেশে সৃষ্টি হওয়া অস্থিরতা এবং ষড়যন্ত্রমূলক মব গঠনের পেছনে যারা রয়েছে, সেই গোষ্ঠীকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
বক্তারা হুঁশিয়ার করে বলেন, ‘সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা মেনে নেওয়া হবে না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি রাজপথে থাকবে।’ তারা আশা প্রকাশ করেন, “ইনশাআল্লাহ, তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে আসবেন।”
ইএইচ