পাবনায় হরিজনদের ওপর হামলায় মানববন্ধন

পাবনা জেলা প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৮:০০ পিএম

পাবনার হরিজন কলোনির বাসিন্দাদের ওপর হামলা, চাঁদাবাজি, মারধর ও হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় কিছু সন্ত্রাসীর বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে ১৭ জুলাই সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে হরিজন সম্প্রদায়ের মানুষ। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা।

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক কবিরাজ চন্দ্র দাস ও সভাপতি সুবল দাস স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, গত ১৬ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত হরিজন সম্প্রদায়ের কয়েকজন যুবককে মারধর করে, এক যুবককে ছুরিকাঘাত করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

হামলার পর আতঙ্কে হরিজনরা তাদের দৈনন্দিন কাজে যেতে পারছেন না। ফলে পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমসহ অন্যান্য সেবা কার্যত বন্ধ হওয়ার মুখে পড়েছে।

স্মারকলিপিতে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও হরিজন সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে পাবনার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিআরইউ