মাটিরাঙ্গায় সেনা অভিযানে ইউপিডিএফের তিন সশস্ত্র সন্ত্রাসী আটক

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ১০:০০ পিএম

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধীন মাটিরাঙ্গা ১৮ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সেনা সদস্যদের বিশেষ অভিযানে ইউপিডিএফ (প্রসিত খীসা, মূল) দলের তিন সশস্ত্র সদস্যকে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জামসহ আটক করা হয়েছে।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা ডিবিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। 

অভিযানে আটক হন—মংচিং মারমা (৪৬), সুমেন চাকমা (১৯) এবং মাংগাই অং মারমা (২৫)।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড কার্তুজ, ১টি পাহাড়ি দা, ১টি দেশি ছুরি, চাঁদা আদায়ের রশিদ বই ও দেশি মদের বোতল।

পরবর্তীতে আটককৃতদের মাটিরাঙ্গা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ইএইচ