শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকার সন্নিকটে কয়লা মজুতের প্রতিবাদে যশোরের অভয়নগরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার মহাকাল আলীপুরে যশোর-খুলনা মহাসড়কের পাশে আলীপুর দারুল কোরআন মাদ্রাসার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দা মিলিয়ে প্রায় ২০০ থেকে ৩০০ জন মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, মাদ্রাসা ও আবাসিক এলাকা ঘেঁষে গড়ে তোলা কয়লার গুদাম থেকে ছড়ানো কার্বনের ধুলাবালি শিশুসহ এলাকার মানুষকে শ্বাসকষ্ট ও নানা রোগে ভোগাচ্ছে। শ্রেণিকক্ষে কয়লার ধুলা ঢুকে পড়ছে, কোমলমতি শিক্ষার্থীরা পড়ালেখার পরিবেশ হারিয়ে ফেলছে।
নওয়াপাড়া পীরবাড়ী শাহী মসজিদের খতিব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম হোসাইন, মাদ্রাসার মুহতামিম হাফেজ ইকরামুল হোসেন, মাওলানা আবদুল মতিন, মোশাররফ হোসেনসহ অন্য বক্তারা বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান ও ঘনবসতিপূর্ণ এলাকায় কয়লা রাখা সম্পূর্ণ অমানবিক। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে হবে।’
বক্তারা জানান, বিষয়টি অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
বিআরইউ