ফেনীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান শুরু করা হয়েছে। “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্য বিষয়টি সামনে নিয়ে বুধবার (২৩ জুলাই) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
জেলা প্রশাসক বলেন, ‘পরিকল্পিত নগরায়ণের পাশাপাশি নতুন নতুন বনায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। আমাদের সবারই উচিত অন্তত একটি করে গাছ লাগানো। গাছ শুধু অক্সিজেনই দেয় না, আমাদের ছায়া, ফল, কাঠ, জ্বালানি সবই দেয়।’
তিনি আরও বলেন, ‘অপরিকল্পিত নগরায়ণ, পুকুর-খাল-বিল দখল ও ভরাট বন্ধ করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে বনায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম।
বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফেনী সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন।
বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা, নার্সারি মালিক সমিতির সভাপতি আবু বক্কর, করাতকল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন- ছাগলনাইয়া রেঞ্জ কর্মকর্তা মো. মামুন মিয়া। সহযোগিতায় ছিলেন- সদর রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক ও সোনাগাজীর রেঞ্জ কর্মকর্তা তাজ উদ্দিন।
মেলায় ফলজ, বনজ, ঔষধি, ফুল, মাশরুমসহ পরিবেশবান্ধব পণ্যের ১০টি স্টল রয়েছে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
বিআরইউ