পাবনা চেম্বার অব কমার্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনা জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৬:৫২ পিএম

পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ীরাই এদেশের চালিকা শক্তি, সুষ্ঠু ব্যবসার মাধ্যমে দেশ ও জাতীর উন্নয়ন সম্ভব। দেশকে আরো উন্নত করতে চাইলে বিশ্বের মাঝে নিজেদের পরিচয় তুলে ধরতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বুধবার (২৩শে) জুলাই সকালে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নিজস্ব মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে ব্যবসায়ীক সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা ওমতবিনিময় সভায় সভাপতি ফোরকান রেজা বিশ্বাস বাদশা সভাপতিত্বে সিনিয়রসহ-সভাপতি মোঃ ফরিদুল ইসলাম ও পরিচালক এবি এম ফজলুর রহমান এর সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সভাপতির বক্তব্যে তিনি ব্যবসায়ীদের উদ্যেশে বলেন সারা বাংলাদেশের মাঝে পাবনা চেম্বার অব কমার্স একটি আলোচিত ওউন্নতসংগঠন এটা আপনাদের সবার সংগঠন।আপনাদের যৌক্তিক দাবী আদায়ের সংগঠন।আসুন সকল ব্যবসায়ীর কল্যানে আমরা জেলার সকল ব্যবসায়ীরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ কাজ করি। কারন ব্যবসা সম্প্রসারণ করতে এবং জনগণের আস্থা কল্যান অর্জনে সবার সাথে যোগাযোগ রক্ষা করে কাজ করতে হবে।

মত বিনিময়সভার শুরুতে সম্প্রতি রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। মত বিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃফরিদুল ইসলাম।


নবনির্বাচিত কমিটিকে পাবনার বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সভাপতি মোঃ আক্তারুজ্জামান আখতার।

নবনির্বাচিত অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পরিচালক মোঃ রবিউল ইসলাম রবি, মোঃ গোলাম রব্বানী কামনা, একেএম মুসা, মোঃ হারুন অর রশিদ, শেখ রতন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আবুল হোসেন, এইচ এম রেজাউন, মোঃ তাজউদ্দীন মিলন, মোঃ জাহিদ হোসেন জামীম, মাহমুদ হাসান জাহাঙ্গীর, মোঃ ইমরুল হাসান রন্টি, মোঃ অলিউল ইসলাম, মোঃ হারুন অর রশিদ লাইজু, মোঃ সাইফুল আলম লিটন, মোঃ ইফতেখার আলম মুন্না, মোঃ কুতুব উদ্দিন শেখ সুইট।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজা মবিল এর ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন রাজা, এসোর্ট স্পেশালাইজড হাসপাতালের জেনারেল ম্যানেজার মোঃ জালাল উদ্দীন, ব্যবসায়ী হাজী বাবলু, মেসার্স সাইদ রাইসমিলের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন ডাবলুসহ পাবনা জেলার বিভিন্ন শ্রেণী পেশার ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন এর নেতাকর্মী বৃন্দ।

জাক