সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকালে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ বছর বয়সী এক পুরুষ রোগী মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমান।
তিনি জানান, চলতি বছরে সিলেটে করোনাভাইরাসে এটি তৃতীয় মৃত্যু হলেও সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২টি নমুনা পরীক্ষায় একজনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৭৬৬টি নমুনা পরীক্ষায় মোট ৩০ জন রোগী শনাক্ত হয়েছেন।
তবে বর্তমানে কোনো হাসপাতালে কোভিড-১৯ পজিটিভ রোগী ভর্তি নেই। সর্বশেষ ২৬ জুন সিলেট শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত একজন রোগীর মৃত্যু হয়েছিল।
বিআরইউ