ইন্দুরকানীতে পানিবন্দি মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০৫:০৩ পিএম

পিরোজপুরের ইন্দুরকানীতে প্লাবিত এলাকায় পানিবন্দি মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। 

রোববার দিনব্যাপী উপজেলার বালিপাড়া ও চন্ডিপুর এলাকার বিভিন্ন পানিবন্দি পরিবারে গিয়ে এসব সহায়তা প্রদান করেন তিনি।

এ সময় অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও আমাবস্যার কারণে উপকূলীয় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এর ফলে ইন্দুরকানীর বহু মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ অবস্থায় বিএনপির পরিবার এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা এই সহায়তা নিয়ে এসেছি, যাতে মানুষ কিছুটা হলেও স্বস্তি পায়।”

সহায়তা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, মোস্তান হাফিজ, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দুলাল ফকির, সাধারণ সম্পাদক সাফায়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস আকন, বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাবুল, সদস্য সচিব মো. জলিল হোসেন, ইন্দুরকানী সদর ইউনিয়নের মোহাম্মদ হাফিজুল তালুকদার, জেলা যুবদলের সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. শাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খান মো. নাসির উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, বালিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন এবং কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক লিমন হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইএইচ