বরিশালের উজিরপুর উপজেলায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে শাহ আলম খান (৬২) নামে এক বৃদ্ধ পিতা নিহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার বরাকোঠা ইউনিয়নের খাটিয়ালপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শাহ আলম ওই গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে এবং বিদ্যুৎ অফিসের সাবেক কর্মচারী।
স্থানীয়রা জানান, নিহতের ছেলে শিমুল খান (৩০) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি প্রায়ই মাদকের জন্য পিতার কাছে টাকা চাইতেন এবং টাকা না পেলে মারধর করতেন।
নিহতের ভাই দুলাল খান জানান, “দীর্ঘদিন ধরে শিমুল মাদকের টাকার জন্য ভাইকে নির্যাতন করতো। রোববার দুপুরে আবারও টাকা চাইলে ভাই না করায় রাগে ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে শাহ আলম খাটিয়ালপাড়া গ্রামের রাস্তা ধরে বাড়ির দিকে ফিরছিলেন। সিকদার বাড়ির সামনে পৌঁছালে পেছন থেকে ছুরিকাঘাত করে শিমুল। পরে স্থানীয়রা শাহ আলমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উজিরপুর থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, “ঘটনার পরপরই ঘাতক শিমুলকে আটক করা হয়েছে। এটি পারিবারিক দ্বন্দ্ব ও মাদকসংক্রান্ত বিরোধের জের ধরে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।”
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
ইএইচ