জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে কোনাবাড়িতে বিএনপির বিক্ষোভ

কোনাবাড়ি প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০৫:৫৭ পিএম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কোনাবাড়ি থানা বিএনপি।

রোববার বিকেলে থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক তানবিরুল ইসলাম রাজীবের নেতৃত্বে কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে মিছিল শুরু হয়। 

মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে আনসার বিল্ডিংয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন- কোনাবাড়ি থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম রানা, শহিদুল ইসলাম, গাজীপুর মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মাসুম হোসাইন, থানা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুবেল মিয়া ও সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল বাশার প্রমুখ।

এ সময় বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ