চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ফেসবুক লাইভে ধারালো টিপ ছুরি হাতে বিএনপিকে গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. মাসুমকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পুরোনো স্মার্টফোন ও একটি টিপ ছুরি জব্দ করা হয়।
শনিবার বিকেলে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উত্তর নদোনা (আমির বাড়ি) এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। মাসুম ওই এলাকার মো. সাহাদাত হোসেন পাটওয়ারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মাসুম তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সরাসরি সম্প্রচার (লাইভ) শুরু করে। সেখানে তিনি হাতে একটি টিপ ছুরি নিয়ে বিএনপির উদ্দেশে অশালীন ভাষায় গালাগাল করেন এবং হত্যার হুমকি দেন। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসী থানায় অভিযোগ জানায়। এরপর পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
স্থানীয়রা জানান, মাসুম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। কেউ প্রতিবাদ করলে তিনি তাঁদের মারধর কিংবা কুপিয়ে আহত করতেন। সম্প্রতি এক মুক্তিযোদ্ধার বাড়ির সামনে মাদক সেবনের সময় বাধা দেওয়ায় তিনি ওই মুক্তিযোদ্ধার ছেলেকে কুপিয়ে রক্তাক্ত করেন।
তাঁর বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠলেও রাজনৈতিক ছত্রছায়ায় পার পেয়ে যাচ্ছিলেন বলে দাবি করেছেন এলাকাবাসী। মাসুম ফরিদগঞ্জের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ অংশের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলেও জানান তারা।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, “মাসুম এলাকায় চুরি, মাদক বিক্রি ও সেবনসহ নানা অপরাধে জড়িত। ফেসবুক লাইভে ছুরি হাতে হুমকি দেওয়ার ঘটনাকে আমরা গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছি। তাঁর বিরুদ্ধে ‘আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০৪ (সংশোধিত ২০২৪)’–এর ৪(১) ধারায় মামলা দায়ের করে রোববার আদালতে পাঠানো হয়েছে।”
ইএইচ