রংপুরে হিন্দুপাড়ায় হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০১:২৮ পিএম

রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুপাড়ায় গত রোববার (২৭ জুলাই) হামলা, ভাঙচুর, লুটপাট ও পুলিশের ওপর আক্রমণের ঘটনায় যৌথ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে আজ বুধবার (৩০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুপাড়ায় অজ্ঞাতনামা লোকজন ভাঙচুর, লুটপাট ও পুলিশের ওপর আক্রমণ করে।

এ ঘটনায় রবীন্দ্রনাথ রায় নামে এক ব্যক্তি বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০০-১২০০ জনের বিরুদ্ধে গংগাচড়া মডেল থানায় একটি মামলা করেন (মামলা নং-৩৫, তাং ২৯/০৭/২৫ খ্রি.)। এ মামলায় যৌথ অভিযানে ইতোমধ্যে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামে এক কিশোরের বিরুদ্ধে ফেসবুকে নবীকে অবমাননা করে পোস্ট দেওয়ার অভিযোগ তুলে গত রোববার (২৭ জুলাই) সনাতন সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লু্টতরাজ করা হয়। ওই কিশোর স্থানীয় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। পুলিশ তাকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান খান গণমাধ্যমকে বলেছেন, মাইকে উসকানি দিয়ে সেখানে কিছু বাড়িঘরে হামলার ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।

গংগাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল এমরান বলছেন, সেখানকার পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক বলে তারা মনে করছেন।

তবে স্থানীয়রা বলছেন, বাড়িঘরে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনার পর এলাকাজুড়ে সনাতন সম্প্রদায়ের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

বিআরইউ