ময়মনসিংহ সদরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৫:০৯ পিএম

ময়মনসিংহ সদর উপজেলায় জাপানি পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (SEDP) এর আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার। তিনি বলেন, ‘শুধু মেধাবী হলেই চলবে না, একজন মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবেও নিজেকে গড়ে তুলতে হবে। এজন্য পারিবারিক পর্যায়ে শিক্ষার্থীদের আরও কাউন্সেলিং প্রয়োজন।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সোনিয়া সোহেলী। 
সভায় আরও বক্তব্য দেন— মহাকালি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিয়া উদ্দিন সাকির, ময়মনসিংহ জেলা স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক এনামুল হক এবং হাজী ওসমান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ আরও অনেকে।

সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাকাডেমিক সুপারভাইজার নারায়ণ চন্দ্র দাস।

অনুষ্ঠানে কলেজ, ভোকেশনাল কলেজ ও মাদ্রাসার (আলিম) পর্যায়ের ৩১ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিআরইউ