দৌলতপুরে বজ্রপাতে ১১ মহিষের মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৫:৩৬ পিএম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের পদ্মা নদীর চর এলাকায় বজ্রপাতে ১১টি মহিষ মারা গেছে। 

ঘটনাটি রোববার ভোর রাতে বাংলা বাজার সংলগ্ন চরাঞ্চলে ঘটে।

নিহত মহিষের মধ্যে ৬টি দুধেল গাভীসহ ১০টি স্থানীয় খামারি মো. নবী শেখের এবং একই এলাকার এলাহীর ১টি মহিষ রয়েছে। 

আনুমানিক বাজার মূল্য প্রায় ২৪ থেকে ২৫ লাখ টাকা বলে জানা গেছে। নিজের ও পরিবারের সমস্ত সঞ্চয় ও পরিশ্রম দিয়ে গড়ে তোলা এই খামার রাতারাতি ধ্বংস হয়ে যাওয়ায় পরিবারটি চরম বিপদের মুখে পড়েছে।

চিলমারী ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান বলেন, “রোববার ভোর রাতে নবী শেখের ১১টি মহিষ বজ্রপাতে মারা যাওয়ায় তিনি এখন কার্যত পথে বসে গেছেন। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক।”

নবী শেখ বলেন, “এই মহিষগুলোই ছিল আমার জীবনের সম্বল। এখন কীভাবে চলব, কিছুই বুঝতে পারছি না।”

এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও সহানুভূতির ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা।

ইএইচ