গাজীপুর মহানগরের পূবাইলের হাড়িবাড়ির টেক এলাকায় একটি ভাড়া বাসা থেকে দরজা কেটে গার্মেন্টস শ্রমিক শংকর চন্দ্র বালার (৫৩) লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বরিশাল নগরীর আগরপুর রোড এলাকার দয়নন্দ বালার ছেলে।
জানা গেছে, শংকর চন্দ্র বালা পূবাইল এলাকার এ অ্যান্ড এ ট্রাউজার লিমিটেড কারখানার ওয়াশিং ইউনিটে কর্মরত ছিলেন। কিছুদিন আগে তিনি হাড়িবাড়ির টেক এলাকার একটি চারতলা ভবনের পকেট রুম ভাড়া নেন।
পাশের রুমের ভাড়াটিয়া জানান, “আমি ডে শিফটে কাজ করি, আর তিনি নাইটে। তাই দেখা হতো না। আজ দুপুরে বাসায় এসে পাশের রুম থেকে দুর্গন্ধ পেয়ে বাড়িওয়ালাকে জানিয়েছি।”
বাড়ির মালিক শাহজাহান ভূঁইয়ার স্ত্রী খোরশেদা পারভিন সিমা বলেন, “রোববার দুপুরে কারখানা থেকে কিছু কর্মী এসে দরজা বন্ধ পায় এবং ডাকাডাকি করে সাড়া না পেয়ে আমাদের জানায়। পরে আমরা পুলিশে খবর দিই।”
খবর পেয়ে পূবাইল থানা পুলিশ বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ইলেকট্রেশিয়ানের সহায়তায় ড্রিল মেশিন দিয়ে দরজা কেটে ঘরের ভেতরে প্রবেশ করে শংকর চন্দ্র বালার লাশ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শনকারী পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হক বলেন, “ঘরের ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে স্ট্রোক করে তিনি মারা গেছেন। তবে ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।”
শংকরের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ইএইচ