‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কুড়িগ্রাম জেলায় গঠিত বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
সভায় সিদ্ধান্ত হয়, ২৪ জুলাই থেকে আগস্ট মাসব্যাপী ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে’ কুড়িগ্রামে শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে রয়েছে ৫ আগস্ট আলোচনা সভা, শহীদদের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, দোয়া ও অন্যান্য আনুষ্ঠানিকতা।
সভায় আরও উপস্থিত ছিলেন—কুড়িগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক আবদুর রাজ্জাক রনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান মিজান, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাহফুজার রহমান খন্দকার, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, সাইফুল ইসলাম, রাশেদুল ইসলাম, রাশেদুজ্জামান তৌহিদ, মাসুদ রানা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।
ইএইচ