"তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন—আমার চোখে জুলাই বিপ্লব" শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করে জেলা পরিষদ কুড়িগ্রাম ও স্থানীয় সরকার বিভাগ।
সোমবার দুপুরে নাগেশ্বরী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তরুণ সমাজকে মাদকবিরোধী উদ্যোগে সম্পৃক্ত করা অত্যন্ত সময়োপযোগী। তরুণদের ভেতর ইতিবাচক ভাবনা সৃষ্টি এবং মাদক প্রতিরোধে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, শহীদদের আদর্শ ও আত্মত্যাগের কথা মনে রেখে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি করতে হবে, বিশেষত তরুণদের মধ্যে। এই লক্ষ্যেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী সরকারি কলেজের অধ্যক্ষ ডা. মো. আনোয়ার হোসেন মণ্ডল, নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, গোলাম মওলা সিরাজ, মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি।
এছাড়াও উপস্থিত ছিলেন—নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির সদস্য সচিব মো. আজিজুল হক, নাগেশ্বরী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা প্রশাসক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করেন।
ইএইচ