গুরুদাসপুরে আনসার ও ভিডিপি কার্যালয়ের নির্মাণকাজ উদ্বোধন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৩:০১ পিএম

নাটোরের গুরুদাসপুর উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) একটি আধুনিক উপজেলা কার্যালয়ের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টায় নির্মাণকাজের উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও ভিডিপি রাজশাহী রেঞ্জের কমান্ডার আশীষ কুমার ভট্টাচার্য, বি.ভি.এম.এস।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ, রাজশাহী বিভাগের সহকারী পরিচালক ড. লুৎফর রহমান, নাটোর জেলা আনসার ও ভিডিপি কমান্ডার বাসুদেব বোষ এবং জেলা সিএ মো. জালাল উদ্দীন মোল্লা।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. তহমিনা খাতুন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোছা. খালেদা আক্তার, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া এবং পিআইও আমিনুর রশীদ।

বক্তারা বলেন, “আনসার ও ভিডিপি সদস্যরা দেশের গ্রামাঞ্চলে নিরাপত্তা ও উন্নয়ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। একটি আধুনিক অফিস ভবন নির্মাণের মাধ্যমে তাদের সেবা কার্যক্রম আরও গতিশীল হবে।”

ইএইচ