কিশোরগঞ্জে বিএনপির বিজয় মিছিলে হাজারো নেতাকর্মীদের উল্লাস

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৪:৪২ পিএম

ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ও ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কিশোরগঞ্জ জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিজয় মিছিলে হাজারো নেতাকর্মীর ঢল নামে। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা জেলা শহর।

২০২৪ সালের ঐতিহাসিক জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিজয় স্মরণে আয়োজিত এ আনন্দ মিছিল সফল করতে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে যোগ দেন। “ওয়াসিম, সাঈদ, মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ”— এমন স্লোগানে রাজপথ কাঁপে উত্তাল উচ্ছ্বাসে।

বুধবার দুপুরে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে স্থানীয় গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। 

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রথখোলা দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম এবং সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া।

সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল। বক্তারা বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে দমন-পীড়ন, জুলুম-নির্যাতন সহ্য করে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে এদেশের মানুষ ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। বহু তরুণের জীবন উৎসর্গ, শত শত মা-বাবার বুক খালি হয়েছে— আমরা সেই শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করি।”

মিছিলে জেলা, উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। গোটা জেলা শহর এক উৎসবমুখর পরিবেশে মুখর ছিল এদিন।

ইএইচ