বেলকুচিতে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৪:০৮ পিএম

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। 

বুধবার সকাল থেকে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের সুবর্ণসাড়া থেকে বেলকুচি পৌরসভা কমপ্লেক্স পর্যন্ত কাঁচা-পাকা দোকানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন— সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. পারভেজ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, র‌্যাব ও পুলিশের একটি দল।

পাউবো সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে গড়ে উঠেছিল দোকান ও অন্যান্য স্থাপনা। এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে আগেই নোটিশ প্রদান ও মাইকিং করা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা না সরানোয় বুধবার ভেকু (এক্সক্যাভেটর) নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে কিছু দোকান ভাঙা হলে মালিকরা দ্রুত মালামাল সরিয়ে নেন এবং নিজেরাই অবশিষ্ট স্থাপনা সরিয়ে ফেলেন।

এ বিষয়ে পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. পারভেজ বলেন, “সুবর্ণসাড়া থেকে পৌরসভা পর্যন্ত পাউবোর জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। দখলদারদের সময়সীমা দিয়েও তারা স্থাপনা সরায়নি, ফলে বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে।”

অভিযানের বিষয়ে নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, “পৌর এলাকার আঞ্চলিক সড়কের দুই পাশে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ দখলদারদের হাত থেকে সরকারি জমি রক্ষা করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। পরবর্তীতে এই সড়কের দুই পাশে সংস্কার ও উন্নয়ন কাজ পরিচালনা করা হবে।”

ইএইচ