দ্য ডেইলি পোস্টের সাংবাদিককে হত্যাচেষ্টা: গ্রেপ্তার ৩

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৬:৩৩ পিএম

পটুয়াখালীর মির্জাগঞ্জে পূর্বশত্রুতার জেরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে বিএনপি ও যুবদলের একদল কর্মী। এতে ইংরেজি দৈনিক দ্য ডেইলি পোস্টের উপজেলা প্রতিনিধি এবং মির্জাগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক সিয়াম রহমান হিমেলসহ পাঁচজন আহত হয়েছেন।

এ ঘটনায় মঙ্গলবার রাতে আহত সাংবাদিক নিজে বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। 

মামলার পর সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

আহত সাংবাদিক সিয়াম রহমান হিমেল জানান, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে সরকারের পতনের পর উপজেলা বিএনপির সদস্য জনি মুন্সী তাকে তার ব্যবসা প্রতিষ্ঠানের অংশীদার হওয়ার প্রস্তাব দেন। তিনি রাজি না হওয়ায় বিএনপি নেতা সেজান জাকির ও তার সহযোগীরা গত কয়েক মাস ধরে হুমকি দিয়ে আসছিলেন। বিষয়টি থানায় লিখিতভাবে জানানো হলেও বিরূপ প্রতিক্রিয়া দেখায় তারা।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকালে উপজেলার সুবিদখালী বাজারে গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি কভার করতে গেলে হঠাৎ সেজান জাকিরের নেতৃত্বে ৭–৮ জনের একটি দল হিমেলের ওপর হামলা চালায়। তাকে রক্তাক্ত করে মারধর করা হয়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসা আরও চারজনকেও মারধর করা হয়। আহত সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় হাসপাতালে হামলার পরিকল্পনায় মহড়া দিলে সেনাবাহিনী ক্যাম্প থেকে পাঠানো একটি বিশেষ টিম ও মির্জাগঞ্জ থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। 

অভিযান চলাকালে মামলার প্রধান আসামি মো. জাহিদ হাসান ওরফে পরাগ মুন্সীকে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। পাশাপাশি ২ নম্বর আসামি সৌরভ মুন্সী ও ৩ নম্বর আসামি জনি মুন্সীকেও নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, সাংবাদিক হিমেলের দায়ের করা মামলায় নাম উল্লেখসহ সাতজন এবং আরও অজ্ঞাতনামা ৭–৮ জনকে আসামি করা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় মির্জাগঞ্জ প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ দেখা দিয়েছে। অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

ইএইচ