পোরশায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

পোরশা (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৬:২৬ পিএম

নওগাঁ জেলার পোরশা উপজেলায় ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় উপজেলার কপালির মোড় থেকে পোরশা উপজেলা শহীদ মিনার পর্যন্ত একটি বিশাল র‍্যালি বের করে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

র‍্যালিতে উপজেলার ছয়টি ইউনিয়নের নেতাকর্মীরা পৃথক পৃথক ব্যানারে অংশ নেন। কপালির মোড়ে একত্রিত হয়ে তারা র‍্যালিতে অংশ নিলে মানুষের ঢল নেমে আসে।

র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। 

পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি অনুপস্থিত থাকায় সিদ্ধান্তক্রমে পোরশা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব তৌফিকুর রহমান চৌধুরী প্রধান অতিথির আসন গ্রহণ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ মাসুদ রানা, যুবদলের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আজহার আলীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণ।

বক্তারা বলেন, “৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী স্বৈরাচার সরকার শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন। এর মাধ্যমে জনগণ মুক্তি লাভ করে, বাকস্বাধীনতা ফিরে আসে, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শ্রমজীবী মানুষের মুখে স্বস্তির হাসি ফোটে।”

তারা আরও বলেন, “এই অর্জন ধরে রাখতে সবাইকে সজাগ থাকতে হবে, যেন ভবিষ্যতে আর কোনো স্বৈরশাসক দেশ ছেড়ে পালানোর সুযোগ না পায়। আমরা দেশনেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করে যাব।”

আলোচনা সভা শেষে জুলাই মাসের শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। এরপর উপস্থিত মানুষের মাঝে প্রায় ৭,০০০ বিরিয়ানি প্যাকেট বিতরণ করা হয়।

ইএইচ