ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজবাড়ীতে বিজয় র‌্যালি

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৭:৫৯ পিএম

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে রাজবাড়ীতে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ এলাকা থেকে র‌্যালিটি শুরু হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। 

র‌্যালিটি কলেজ মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক, বড়বাজার, পোস্ট অফিস মোড় হয়ে রেলগেট সংলগ্ন শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।

বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী র‌্যালিতে অংশ নেন। শেষে শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আমাদের জন্য অনুপ্রেরণা। শহীদদের আত্মত্যাগকে স্মরণ করতেই আজকের এই বিজয় র‌্যালি।”

তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”

ইএইচ