ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামে বিজয় র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে এসে পথসভায় মিলিত হয়।
র্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।
পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “গত ১৬ বছরে আওয়ামী সরকারের দুঃশাসনে খুন, গুম, হত্যা, দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজি ভয়াবহ আকার ধারণ করেছে। এই দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের ইতিহাস সৃষ্টি হয়েছে—যা বাংলাদেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।”
তারা আরও বলেন, “একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের অধিকার হরণ করে দীর্ঘদিন টিকে থাকা যায় না। বিএনপি হচ্ছে গণমানুষের দল। এই দলকে জনগণের হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করে নিতে হলে দলীয় নেতা-কর্মীদের তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি ও রাষ্ট্র সংস্কারের রূপরেখা অনুসরণ করতে হবে। একই সঙ্গে অভ্যন্তরীণ ও বাহ্যিক সব ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে।”
ইএইচ