হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুরে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত হলেও হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে র্যালিটি জনসমুদ্রে পরিণত হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরামের সহসভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম, বিএনপি নেতা অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, হাজী এনামুল হক, মিজানুর রহমান চৌধুরী, ইসলাম তরফদার তনু, অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ লিংকন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, গোলাম মাহবুব, যুবদলের সভাপতি জালাল আহমেদ, শফিকুর রহমান সিতু, অ্যাডভোকেট গোলজার খান, রবিউল আলম রবি প্রমুখ।
র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ।
তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, “নির্বাচন ঘনিয়ে আসছে। আমরা জনগণের দল। জনগণের সমর্থন নিয়ে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। এজন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। কোনো ষড়যন্ত্র যেন আমাদের বিভক্ত করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”
ইএইচ