রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি ভস্মীভূত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ১০:১০ পিএম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। এতে নগদ টাকা, মূল্যবান কাগজপত্র ও গৃহস্থালির মালামালসহ প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উত্তর পদুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সারাশিয়া গ্রামে ওসমানের বাড়িতে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং দুই সহোদর মোহাম্মদ লোকমান ও মোহাম্মদ ওসমানের দুটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় গ্রামবাসী প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

ইএইচ