ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, গাছের সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত নিবিড়। পরিবেশ রক্ষায় বৃক্ষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বলেন, “গাছ যদি বাঁচে না, আমরা বাঁচতে পারব না। গাছের সৌন্দর্য বৃদ্ধি হলে মানুষের আগ্রহও বৃদ্ধি পায়, আর যে প্রতিষ্ঠানে গাছের সংখ্যা বেশি, সেখানে মানসিক প্রশান্তি অন্য জায়গার তুলনায় প্রায় ২৫ ভাগ বেশি থাকে।”
শরফ উদ্দিন বৃহস্পতিবার টাঙ্গাইলের বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন।
অনুষ্ঠানে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, ভোকেশনাল ও টেকনিক্যাল মিলিয়ে ১০৬৮টি শিক্ষা প্রতিষ্ঠান, জেলা ও স্থানীয় সরকারি ও বেসরকারি দপ্তরে একযোগে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু জাতের প্রায় ৪ হাজার বৃক্ষ রোপণ করা হয়।
তিনি আরও বলেন, “পরিবেশ রক্ষার এই উদ্যোগ শুধু ঢাকা বিভাগের জন্য নয়, সারাদেশে চালু হওয়া উচিত। এটি টাঙ্গাইলে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে শুরু হয়েছে।”
বৃক্ষরোপণ অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কমিশনার নির্বাচনের বিষয়েও মন্তব্য করে বলেন, “জাতীয় নির্বাচন সরকারের বিষয়। মাঠ প্রশাসনে আমরা সরকার প্রদত্ত নির্দেশনা অনুসারে নিরপেক্ষভাবে কাজ করব এবং জনগণের আস্থা অর্জন করব। কোনো পক্ষপাতের সুযোগ নেই।”
ইএইচ