ঈশ্বরগঞ্জে অগ্নিকাণ্ডে দুই দোকান ছাই, ক্ষতি ১৫ লাখ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ১১:৫৮ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি মুদির দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার মাইজবাগ ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ বাজার জামে মসজিদের মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে। 

স্থানীয়রা জানান, হঠাৎ বাজারে আগুনের লেলিহান শিখা দেখা যায় এবং মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে আবুল হোসেন ও সুবল চন্দ্র দাসের দুটি মুদির দোকান সম্পূর্ণ পুড়ে যায়। দোকানের ভেতরের সব মালামাল ভস্মীভূত হয়। এছাড়া হাফেজ আবু সালেহের একটি কাপড়ের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক আজহারুল ইসলাম জানান, ভোরে ঘুম থেকে উঠে দেখি বাজারে আগুন লেগেছে। দ্রুত ছড়িয়ে পড়ছিল, ভাগ্যিস ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছেছিল, নাহলে ক্ষয়ক্ষতি আরও বেশি হতো।

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনায় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জেএইচআর