সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে মার্কেটের মালামাল পুড়ে ছাই

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ১১:৩৮ পিএম

সীতাকুণ্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাটের চেয়ারম্যান ঘাটায় এ দুর্ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদামবিবিরহাটের চৌধুরী ঘাটায় কুতুবউদ্দিন শিবলীর মালিকানাধীন ‘কামাল স্টিল জাহাজের পুরাতন মালামাল বিক্রয় মার্কেট’-এ বৈদ্যুতিক ক্যাবল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। 

স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়দের মতে, বৈদ্যুতিক ত্রুটি থেকেই আগুন লাগে। এতে মার্কেটে থাকা পুরাতন স্ক্র্যাপ জাহাজের মেরিন আইটেমসহ কোটি কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

এ বিষয়ে কুমিরা ফায়ার স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। মার্কেটের অনেকগুলো দোকান পুড়ে গেছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।”

ইএইচ