টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ভবানটিকি গ্রামে অসহায় বিধবা জুলেখা বেগমের জন্য নতুন ঘর নির্মাণ করে দিলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লে. কর্নেল আসাদুল ইসলাম আজাদ।
জুলেখা বেগম মৃত ইয়াকুব আলীর কন্যা।
তিনি জানান, “আমি আগে ভাঙা ঘরে থাকতাম। কর্নেল আজাদ আমাকে একটি নতুন ঘর করে দিয়েছেন। এখন আমি ভালোভাবে থাকতে পারব। আমি তাঁর জন্য দোয়া করি—তিনি যেন দীর্ঘজীবী হন এবং অসহায় মানুষের পাশে সবসময় থাকতে পারেন।”
স্থানীয় বাসিন্দারা বলেন, বিধবা জুলেখার থাকার মতো কোনো ঘর ছিল না। কর্নেল আজাদের সহযোগিতায় তার মাথার ওপর এখন একটি নিরাপদ আশ্রয় তৈরি হওয়ায় সবাই খুশি।
লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ জানান, “জুলেখা বেগম আমার কাছে এসে জানান যে তাঁর থাকার মতো কোনো ঘর নেই। বিষয়টি শুনে আমি সহকর্মীদের পাঠাই খোঁজ নিতে। তাঁরা গিয়ে সত্যতা পেয়ে আমাকে অবহিত করেন। এরপর বর্ষাকালে তাঁর কষ্টের কথা ভেবে দ্রুত ঘর তৈরির ব্যবস্থা করি। আমার সহকর্মীরাই ঘরের টিন, খুঁটি, কাঠসহ সব মালামাল কিনে নিজেরাই বহন করে বাড়িতে নিয়ে গিয়ে ঘরটি নির্মাণ করেছেন।”
তিনি আরও বলেন, “আমি অসহায় মানুষের পাশে থেকে চিকিৎসা ও বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছি। এলাকার বিত্তবানরাও যদি আমার মতো এগিয়ে আসেন, তাহলে আরও অনেক অসহায় পরিবারের উপকার হবে। একা না পারলে কয়েকজন মিলে হলেও একটি ঘর তৈরি করা সম্ভব। এতে গরিব মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আসবে।”
ইএইচ