রাঙামাটিতে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৭:৪৪ পিএম

ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।

শনিবার সকালে শহরের রাজবাড়ী এলাকায় শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ, রাঙামাটি পার্বত্য জেলা শাখা এ শোভাযাত্রার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— রাঙামাটি সদর জোনের উপ-অধিনায়ক মেজর তারেকুল ইমরান পিএসসি, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের আমীর আব্দুল আলীম এবং সাধারণ সম্পাদক মনছুরুল হক।

শোভাযাত্রাটি রাজবাড়ী থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে অংশগ্রহণকারীরা ধর্মীয় সংগীত, পতাকা, ফেস্টুন ও শ্রীকৃষ্ণের প্রতিকৃতি ধারণ করে বর্ণিল পরিবেশ সৃষ্টি করেন।

বক্তারা জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে বলেন, শ্রীকৃষ্ণের আবির্ভাব দুষ্টের দমন ও শিষ্টের পালন নিশ্চিত করার জন্য। তাঁর জীবন দর্শন মানবিকতা, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার প্রতীক।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা বয়সী মানুষ উপস্থিত ছিলেন।

ইএইচ