আবদুল হান্নান মাসউদ

নদী কি শুধু আওয়ামী লীগ বিএনপির বাড়ীঘর ভাঙে!

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি  প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০১:১৬ পিএম

জাতীয় নাগরিক পার্টি যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেন, নদী কি শুধু আওয়ামীলীগের বাড়ীঘর ভাঙে! নাকি শুধু বিএনপির বাড়ীঘর ভাঙে? দলমত আমরা বুঝি না। আমরা চাই তাড়াতাড়ি এ এলাকার নদীভাঙন রোধের কাজগুলো শেষ করা হোক।

শনিবার বিকেলে হরণী ইউনিয়নের নদীভাঙন কবলিত এলাকায় দুই হাজার নয়শত মিটার স্থান জুড়ে জিও ব্যাগ ডাম্পিং কাজের পরিদর্শনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন আবদুল হান্নান মাসুদ। 

যে তার সমাজে ভাল কাজ করবে সমাজ তাকে সম্মান করবে, যে তার দেশের জন্য ভাল কাজ করবে দেশের মানুষ তাকে স্মরণ করবে, মানুষ বাঁচে তার কর্মে বলে উক্তি করেছেন আবদুল হান্নান মাসুদ

আবদুল হান্নান মাসউদ আরো বলেন, সদ্য সাবেক এমপি তার কর্মের কারণে সে আজ জেলখানায়। আমরা তার বিষয়ে ভালো বলতে পারি না। সে খারাপ করেছে বিধায় আমরা তাকে খারাপই বলবো। কিন্তু এর আগে যিনি এমপি ছিলেন প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম। তাকে আমরা খারাপ বলতে পারি নাই। আমি যদি নির্বাচন করি সেক্ষেত্রে ফজলুল আজিম যদি প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীও হয় তবু আমরা তার বিষয়ে পজেটিভ কথাই বলব। কেননা তিনি কোন লুটপাট করেন নাই। তিনি ভালো কাজ করেছেন বিধায় তার বিষয়ে আমরা ভালো কথাই বলি।

তিনি বলেন, নদী কি শুধু আওয়ামী লীগের বাড়িঘর ভাঙে! নাকি শুধু বিএনপির বাড়িঘর ভাঙে? দলমত আমরা বুঝি না। নদী ভাঙার সময়কে বিএনপি করে আর কে আওয়ামী লীগ করে তা দেখে ভাঙে না। নদী সবাইর ঘর বাড়ি ভাঙে। আমরা চাই তাড়াতাড়ি এ এলাকার নদীভাঙন রোধের কাজগুলো শেষ করা হোক। এ কাজ আমাদের সবার। আপনাদের সুখে দুঃখে আমাকে সব সময় পাশে পাবেন। আপনাদের যেকোনো ডাকে আমি সাড়া দিব ইনশাআল্লাহ।

নদী ভাঙন পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিল জাতীয় নাগরিক পার্টির হাতিয়া উপজেলার যুগ্ম সমন্বয়কারী জাকের হোসেন, সদস্য মো. ফরহাদ, মো. শাহজাহান, ইউসুফ রেজা, নূরে আলম মাহমুদ রিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

জেএইচআর