বোয়ালখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে লাখ টাকা জরিমানা

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০৫:৫৬ পিএম

বোয়ালখালীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদনের দায়ে ফাতেমা সুইটসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পোড়া তেল, ক্ষতিকর রঙ মিশ্রিত খাদ্য এবং বাসি মিষ্টির শিরা ধ্বংস করা হয়েছে।

রোববার সকালে উপজেলার শাকপুরা এলাকায় রাইখালী খাল সংলগ্ন ফাতেমা সুইটসে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।

অভিযান সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, যথাযথ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং ক্ষতিকর উপাদান ব্যবহার করার কারণে নিরাপদ খাদ্য আইনের অধীনে ফাতেমা সুইটসকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেছেন স্যানিটারি ইন্সপেক্টর, বোয়ালখালী থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনের স্টাফরা।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, "জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

ইএইচ