বিদায় নিলেন বাঘাইছড়ির ইউএনও শিরীন আক্তার

ইব্রাহীম, বাঘাইছড়ি প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০৭:৩৭ পিএম

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে বদলি জনিত কারণে বিদায় নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার।

রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে বিদায় নেন। 

২০২৩ সালের ১৩ নভেম্বর বাঘাইছড়িতে যোগদান করে ২০২৫ সালের ১৩ আগস্ট পর্যন্ত তিনি প্রায় ১ বছর ৯ মাস দায়িত্ব পালন করেন।

উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির। 

সংবর্ধিত অতিথি ছিলেন- ইউএনও শিরীন আক্তার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, কাচালং সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন মীর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা। 

এছাড়া বক্তব্য দেন- বাঘাইছড়ি মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপাঞ্জু চাকমা, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, সাজেক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিশ্বজিৎ চক্রবর্তী, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদ এবং খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা।

বক্তারা ইউএনও শিরীন আক্তারের কর্মদক্ষতা ও দায়িত্ব পালনের সময়কার নানা অভিজ্ঞতা স্মৃতিচারণ করেন। তারা বলেন, বাঘাইছড়ি উপজেলা রাঙামাটির অন্যতম ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকা। এখানে প্রশাসনিক দায়িত্ব পালন অত্যন্ত জটিল হলেও শিরীন আক্তার তা সফলভাবে সম্পন্ন করেছেন।

ইএইচ