ববি উপাচার্যের পদত্যাগের এক দফা দাবি শিক্ষার্থীদের

ববি প্রতিনিধি প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৪:৩৪ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের এক দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। একইসঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছে, উপাচার্যের পদত্যাগ বা অপসারণ না হলে বৃহত্তর কর্মসূচিতে যাওয়ার পাশাপাশি দক্ষিণাঞ্চলে আন্দোলন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

রোববার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাইয়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই আন্দোলনের প্রেক্ষিতে উপাচার্য শিক্ষার্থীদের ২২ দফা দাবির বিষয়ে এক মাসের সময় চেয়েছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন দাবি পূরণ করবেন। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও সেই দাবি পূরণ তো দূরে থাক, এ বিষয়ে কোনো আলোচনা বা আপডেটও শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করেননি তিনি।

শিক্ষার্থীরা আরও বলেন, “উপাচার্য নিজেই বলেছেন, ২২ দফা বাস্তবায়ন করতে না পারলে তিনি ভিসির পদে থাকার নৈতিক অধিকার হারাবেন। কিন্তু সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেননি। গত ১৮ দিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কেউ আমাদের সঙ্গে বসেনি। একজন উপাচার্য হিসেবে এমন উদাসীনতা গ্রহণযোগ্য নয়।”

সংবাদ সম্মেলনে ‘জুলাই আন্দোলন’-এর অন্যতম সমন্বয়ক ও বরিশাল মহানগরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ বলেন, “তিন সপ্তাহ ধরে চলা আন্দোলনের পরও ভিসি শিক্ষার্থীদের দাবির প্রতি কোনো গুরুত্ব দেননি। আমরা ইউজিসির কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে বর্তমান উপাচার্যকে অপসারণ করে একজন সৎ, যোগ্য ও দায়িত্বশীল উপাচার্য নিয়োগ দিতে হবে।”

তারা আরও বলেন, “আমরা চাই না দক্ষিণাঞ্চলের কোনো ক্ষতি হোক। কিন্তু শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো অগ্রাহ্য করা হলে আমরা বিশ্ববিদ্যালয় শাটডাউনসহ বৃহত্তর কর্মসূচি গ্রহণে বাধ্য হব।”

ইএইচ