জবির বিশেষ সিন্ডিকেটেও পাস হয়নি জকসু গঠনতন্ত্র

জবি প্রতিনিধি: প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৩:৩৯ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) গঠনতন্ত্রে শিক্ষার্থীদের মতামত অন্তর্ভুক্ত না থাকায় বিশেষ সিন্ডিকেট সভায়ও পাস হয়নি প্রস্তাবিত নীতিমালা।

বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

তিনি বলেন, “জকসু গঠনতন্ত্র নিয়ে শিক্ষার্থীদের মাঝে যেন কোনো অসন্তুষ্টি বা অস্পষ্টতা না থাকে, সে জন্য প্রস্তাবিত গঠনতন্ত্রে তাদের মতামত সংযুক্ত করার পরামর্শ দিয়েছেন সিন্ডিকেট সদস্যরা। তাই এটি পাসের প্রক্রিয়া কয়েক সপ্তাহের জন্য পিছিয়ে গেছে।”

তিনি আরও জানান, এ লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যা শিক্ষার্থীদের লিখিত মতামত সংগ্রহ করে তা নীতিমালায় অন্তর্ভুক্ত করবে। এরপর এটি পরবর্তী সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে।

এ বিষয়ে সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন বলেন, “নীতিমালায় শিক্ষার্থীদের মতামত না থাকায় ভবিষ্যতে যেন কোনো সমস্যা না হয়, সে জন্য ইউজিসি সদস্য অধ্যাপক ড. তানজিম আলম স্যারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি শিক্ষার্থীদের মতামত পর্যালোচনা করে তা লিখিত আকারে ১০ দিনের মধ্যে সিন্ডিকেটে জমা দেবে।”

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কোনোবারই জকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এ গঠনতন্ত্র পাস হলে বহু প্রতীক্ষিত জকসু নির্বাচনের পথ সুগম হবে বলে আশা করছেন শিক্ষার্থীরা।

ইএইচ