আত্মপ্রকাশ করল বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন ‘নাপুস’

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৭:২৩ পিএম

শহিদ পরিবার ও আহতদের নিয়ে আত্মপ্রকাশ করল বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন ‘ন্যাশনাল অ্যালায়েন্স অব প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস’ (নাপুস)। 

শুক্রবার বেলা ১১টায় রাজধানীর মিরপুরে অবস্থিত ঋদ্ধি লাইব্রেরির অডিটোরিয়ামে এক মতবিনিময় সভার মধ্য দিয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করে। 

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্য ও আহত শিক্ষার্থীরা। 

অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানানো শেষে মতবিনিময় সভায় নাপুসের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির সংগঠক শিপার মাহমুদ।
 
অনুষ্ঠানে শহিদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন- ক্রাউন ইন্সটিটিউট অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (সিআইবিটি) শিক্ষার্থী শহিদ মো. আকরাম খান রাব্বির বাবা মো. ফারুক খান ও ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) শিক্ষার্থী শহিদ জুলফিকার হাসান শাকিলের মা বিবি আয়েশা। 

এ সময় বিবি আয়েশা বলেন, যারা আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে, আমি তাদের বিচার চাই। যদি মৃত্যুর আগেও আমি আমার ছেলের বিচার দেখে মরতে পারি, তাও আমার আত্মা শান্তি পাবে।

শহিদ আকরামের বাবা ফারুক খান বলেন, যে আওয়ামী লীগ আমার ছেলে এবং এ দেশের হাজারো মানুষকে হত্যা করেছে, তারা যেন এ দেশের মাটিতে আর রাজনীতি করার সুযোগ না পায়—এটাই আমাদের শহিদ পরিবারের চাওয়া। 

আহত জুলাইযোদ্ধা কাদিউল হাসান তানিম ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি আহত হওয়ার পর থেকে নানা সংকট ও সীমাবদ্ধতার মধ্যে দিন কাটাচ্ছি। কোনো ধরনের সহযোগিতা পাইনি। ফলে আমার পড়াশোনা ও চিকিৎসা আজ অনিশ্চয়তার মুখে।

ন্যাশনাল অ্যালায়েন্স অব প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টসের (নাপুস) সংগঠক আশরাফ জামানের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন—সংগঠনটির মুখ্য সংগঠক তৌফিক হাসান, সংগঠক হুমায়ুন শফিক ও সদস্য শেরিফ ফারুকী। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—নাপুসের সংগঠক আল মাহমুদ অপু, মো. ওমর ফারুক, মাহমুদুল হাসান আশিক ও আদিত্য চৌধুরী প্রমুখ।

আলোচনা সভা শেষে শহিদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

ইএইচ