অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

মোকার্রেমা খাতুন, ইডেন কলেজ প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০১:৩১ পিএম

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে বিক্ষোভ করেছেন রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা।

বুধবার বেলা ১১টার দিকে ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ঢাকা কলেজ থেকে শুরু হয়ে সায়েন্সল্যাব মোড় পর্যন্ত গিয়ে অবস্থান নেয়।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ‘সাত কলেজ’ নামে অধিভুক্ত ব্যবস্থায় শিক্ষা কার্যক্রম পরিচালিত হওয়ায় তারা আত্মপরিচয়ের সংকটে ভুগছেন। "অধিভুক্ত" শব্দটি তাদের কাছে অবমাননাকর ও বৈষম্যমূলক বলেও মন্তব্য করেন তারা। তাই পৃথক বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র পরিচয়ের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।

আন্দোলনের অন্যতম সংগঠক এবং ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিম’-এর ফোকাল পারসন আব্দুর রহমান বলেন, “শিক্ষা সিন্ডিকেটের কোনো ষড়যন্ত্র আমরা মানব না। এবার সময় এসেছে আন্দোলনের ফসল ঘরে তোলার।”

শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করেন, অধ্যাদেশ বাস্তবায়নের প্রক্রিয়াটি দীর্ঘ হতে পারে। বিশেষ করে আইন ও শিক্ষা মন্ত্রণালয়ের ধাপে বিলম্বের আশঙ্কা রয়েছে বলে তারা মনে করেন।

প্রসঙ্গত, চলতি বছরের ২৬ মার্চ সরকার সাত সরকারি কলেজকে নিয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম দিয়েছে: ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।

সাতটি কলেজ হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ।

ইএইচ