নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি, অতঃপর..

বিনোদন ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২, ০৬:০৭ পিএম

ভারতের কর্ণাটকে রাজ্যে শিক্ষক নিয়োগের পরীক্ষার আয়োজন করা হয়। এক প্রার্থী সমস্ত নিয়ম মেনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেন, তারপর সেখানেই ঘটে বিপত্তি। সাধারণত অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীর ছবি দেওয়া থাকে।

কিন্তু পরীক্ষার্থীর ছবির জায়গায় প্রিন্ট হয়েছে সানি লিওনের ছবি। বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম তুমুল ভাইরাল হয়েছে সেই ছবি। চারিদিক থেকে ছুটে আসছে নানান বিতর্কমূলক মন্তব্য।

কর্ণাটকে ৬ নভেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়ম মেনে দেয়া হয়েছিল প্রবেশপত্র। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এক প্রার্থীর অ্যাডমিট কার্ড। আসলে প্রার্থীর অ্যাডমিট কার্ডে ছাপা হয়েছিল সানি লিওনের একটি বোল্ড ছবি। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তার।

কর্ণাটক কংগ্রেস সোশ্যাল মিডিয়া চেয়ারপার্সন বিআর নাইডু টুইটারে ওই অ্যাডমিটের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। হল টিকিটে প্রার্থীর ছবির পরিবর্তে সানি লিওনের ছবি ছাপানোর জন্য রাজ্য শিক্ষা দফতরের অভিযোগ তুলেছেন তিনি।

তিনি বিবৃতিতে বলেছেন, “প্রার্থীকে একটি ছবি আপলোড করতে হবে। এর পরে সিস্টেমটি একই ছবি নেয় যা তারা আপলোড করে। যখন আমরা প্রার্থীকে জিজ্ঞাসা করি যে তিনি তার প্রবেশপত্রে সানি লিওনের ছবি রেখেছেন কিনা, তিনি বলেছিলেন যে তার স্বামীর বন্ধু বিস্তারিত আপলোড করেছে।”

শিক্ষা বিভাগের একজন কর্মকর্তার তথ্য অনুযায়ী, ওই প্রার্থী তার আবেদন, নথি এবং ছবি আপলোড করতে অন্য কারও কাছে সাহায্য চেয়েছিলেন। প্রার্থীর হয়ে ফর্মটি পূরণ করেছিলেন তার স্বামীর এক বন্ধু। প্রার্থী চিকমাগালুর জেলার বাসিন্দা।কর্ণাটক শিক্ষক নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল ৬ নভেম্বর।  পরীক্ষাটি ৭৮১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন প্রায় ৩ লক্ষের বেশি পরীক্ষার্থী। এ ঘটনার বিষয়ে স্পষ্ট করে জনবিভাগ বলেছে, এটা সরকারের বা শিক্ষা বিভাগের দোষ নয়। শিক্ষা দফতর বিষয়টি তদন্ত করে এফআইআর নথিভুক্ত করার আশ্বাস দিয়েছে।