সিক্যুয়ালেই নেই হুমা কুরেশি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৫:৫১ পিএম

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হুমা কুরেশি গ্ল্যামার ও অভিনয়—দুই দিকেই নিজেকে প্রমাণ করেছেন। তাই ২০০৬ সালের প্রশংসিত সিনেমা ‘খোসলা কা ঘোসলা’–র সিক্যুয়ালে তাঁর নাম সামনে আসতেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছিল উচ্ছ্বাস। কারণ নতুন কিস্তিতে নারী চরিত্রের গুরুত্ব অনেক বেশি, যা পারিবারিক আবহ ও সামাজিক বাস্তবতার মিশেলে নতুন মাত্রা আনবে বলে আশা করা হচ্ছিল।

তবে সর্বশেষ খবর হলো—সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন হুমা কুরেশি। যদিও এ বিষয়ে তিনি আনুষ্ঠানিক কোনো কারণ জানাননি। ভারতীয় গণমাধ্যমগুলোর মতে, ব্যস্ত শিডিউল, সৃজনশীল মতভেদ অথবা ব্যক্তিগত কারণেই তিনি এই সিদ্ধান্ত নিতে পারেন।

মূল ছবিতে অনুপম খের, বোমান ইরানি, পরেশ রাওয়াল, রণবীর শৌরির মতো অভিনেতারা অভিনয় করেছিলেন। মধ্যবিত্ত পরিবারের জমি দখল ও তা উদ্ধারের গল্পে নির্মিত ছবিটি শুধু ব্যবসায়িক সাফল্যই পায়নি, সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছিল। সেই ছবির মাধ্যমেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন দিবাকর বন্দ্যোপাধ্যায়। তবে সিক্যুয়াল নির্মাণ করবেন না তিনি; এবার দায়িত্ব নিয়েছেন ‘পাগলেইট’–খ্যাত নির্মাতা উমেশ বিস্ত।

নায়িকার চরিত্রে হুমা না থাকায় এখন নতুন মুখ খুঁজছে প্রযোজনা প্রতিষ্ঠান। তাদের দাবি, শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে এবং সব কিছু ঠিক থাকলে বছরের শেষ দিকে শুরু হবে শুটিং।