বোয়ালমারীতে সরকারি ভাবে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: মে ১৯, ২০২৫, ০২:২৭ পিএম

সারাদেশের মতো ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সরকারি ভাবে কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। 

উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মো. লুৎফর রহমান সোমবার উপজেলার পৌর বাজারসহ বিভিন্ন স্থানে মাইকিং করে কৃষকদের ধান বিক্রির প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন।

তিনি জানান, ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত প্রকৃত কৃষকরা অ্যাপের মাধ্যমে আবেদন করে ধান সরবরাহ করতে পারবেন। উপজেলা কৃষি অফিস কর্তৃক গৃহীত তালিকাভুক্ত কৃষকরা এই সুবিধা ভোগ করবেন। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারিত হয়েছে ৩৬ টাকা এবং প্রত্যেক কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সরবরাহের সুযোগ পাবেন।

খাদ্য গুদাম কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, “বোয়ালমারী উপজেলায় এবছর মোট ২৭৮ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। কৃষকদের সুবিধার্থে মাইকিংয়ের মাধ্যমে সরাসরি খাদ্য গুদামে এসে ধান দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। কৃষকদের যাতে তাদের ন্যায্য মূল্য দ্রুত পাওয়া যায় সে বিষয়ে সকল ব্যবস্থা নেয়া হয়েছে। এখানে ধান দেওয়ার জন্য কাউকে কোনো প্রকার মধ্যস্বত্তা বা দাপট দেখাতে দেয়া হবে না। কৃষকরা সরাসরি খাদ্য গুদামে ধান নিয়ে আসলেই আমরা তা গ্রহণ করব এবং সঙ্গে সঙ্গে বিল প্রদান করব।”

ইএইচ