৬০০ কোটি ছাড়ালো রজনীকান্তের ‘কুলি টু’

বিনোদন ডেস্ক প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০২:৫২ পিএম

দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার রজনীকান্তের নতুন ছবি ‘কুলি’ মুক্তির পর থেকেই দারুণ সাড়া ফেলেছে দর্শকমহলে। লোকেশ কঙ্গরাজ পরিচালিত এ তামিল ভাষার সিনেমায় রজনীকান্তের সঙ্গে আছেন নাগার্জুনা আক্কিনেনি ও বলিউড তারকা আমির খান।

গত ১৪ আগস্ট মুক্তি পাওয়া ছবিটি মুক্তির আগেই আলোচনায় উঠে আসে। বড় বাজেটের এ প্রজেক্ট প্রেক্ষাগৃহে মুক্তির আগেই প্রায় ৬৬ শতাংশ খরচ উঠে আসে বিভিন্ন স্বত্ব বিক্রি করে। মুক্তির পর অগ্রিম টিকিট বিক্রি আর দর্শকদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে সিনেমা হল।

বক্স অফিস আয়

  • প্রথম দিনেই বিশ্বব্যাপী আয় করে ১৫১.৯ কোটি রুপি

  • দ্বিতীয় দিনে ৯৪ কোটি

  • তৃতীয় দিনে ৭৬ কোটি

  • চতুর্থ দিনে ৬৫ কোটি

  • পঞ্চম দিনে ১৯.৫ কোটি

  • ষষ্ঠ দিনে ১৬.৬৫ কোটি

  • সপ্তম দিনে ১২.৫ কোটি

প্রথম সাত দিনে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৪৩৫.৫৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০৭ কোটি টাকা

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ২৫৫.৮ কোটি রুপি, আর বিদেশে ১৬২.২ কোটি রুপি। সব মিলিয়ে সাত দিনে বিশ্বব্যাপী আয় ৪১৮ কোটি রুপি (বাংলাদেশি টাকায় ৫৮৩ কোটি টাকার বেশি)

পিঙ্কভিলার তথ্যমতে, সিনেমাটির বাজেট ছিল ৩৭৫ কোটি রুপি। মুক্তির আগেই আন্তর্জাতিক, ডিজিটাল, মিউজিক ও স্যাটেলাইট স্বত্ব বিক্রি করে আয় হয়েছে প্রায় ২৫০ কোটি রুপি। শুধু আন্তর্জাতিক স্বত্ব বিক্রি হয় ৬৮ কোটিতে, যা তামিল সিনেমার ইতিহাসে অন্যতম বড় চুক্তি।

অ্যাকশন–থ্রিলার ঘরানার এ সিনেমায় রজনীকান্ত অভিনয় করেছেন রহস্যময় চরিত্র দেবা হিসেবে। এছাড়া অভিনয় করেছেন উপেন্দ্র, শ্রুতি হাসান, সত্যরাজ, রচিতা রাম, কালি ভেঙ্কট ও চার্লি। ছবির আইটেম গানে পারফর্ম করেছেন পূজা হেগড়ে।