ব্রাজিলে বন্যা-ভূমিধসে ১০০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ১, ২০২২, ১০:৩৫ এএম
ছবি-সংগৃহীত

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে । 

দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা বুধবার (১ জুন) এ খবর জানিয়েছেন। 
 
গত পাঁচ মাসের মধ্যে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট এটি চতুর্থ বড় প্রাকৃতিক দুর্যোগের ঘটনা। এতে দেশটির নিম্ন আয়ের মানুষজন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

কর্মকর্তারা বলেন, জরুরি উদ্ধার কর্মীরা আরও ক্ষতিগ্রস্থদের উদ্ধারের জন্য সন্ধান অব্যাহত রেখেছে।
 
ঝড়ের পরে অন্তত ১৪ জন নিখোঁজ রয়েছে উল্লেখ করে পানামবুকো প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা বলেছেন, সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে মারাত্মক আবহাওয়া বিপর্যয়ের ধারাবাহিক পরিস্থিতির এটি সর্বশেষ ঘটনা। 

দুর্গত এলাকায় জরুরি ব্যবস্হাপনার দায়িত্বে থাকা দেশটির ফেডারেল সিভিল ডিফেন্স সার্ভিস এক টুইটার বার্তায় জানায়, পার্নাম্বুকো রাজ্যটিতে এখনো ৫৬ জন নিখোঁজ রয়েছেন। 

আমারসংবাদ/এআই