বছরের পর বছর চলা বাণিজ্য টানাপোড়েন ও শক্তির লড়াই শেষে চীনের কাছে অবশেষে আত্মসমর্পণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! চীনের উপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞাগুলো ধাপে ধাপে তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করল যুক্তরাষ্ট্র।
শুরুতেই চিপ ডিজাইন সফটওয়্যার ও ইথেন রপ্তানিতে শিথিলতা আনা হয়েছে। এই পদক্ষেপ দুই দেশের মধ্যে উত্তেজনা কমিয়ে বাণিজ্য সম্পর্ক পুনরুদ্ধারের পথ সুগম করতে পারে। বাণিজ্যে নতুন করে তৈরি হতে পারে শান্তির পরিবেশ।
বুধবার চীনের চিপ ডিজাইন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানগুলো এবং ইথেন উৎপাদনকারীদের রপ্তানিতে আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করে যুক্তরাষ্ট্র।
বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন (ইডিএ) সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সাইনোপসিস, ক্যাডেন্স ডিজাইন সিস্টেমস এবং সিমেন্স ঘোষণা দেয় , তারা তাদের সফটওয়্যার ও প্রযুক্তি চীনের গ্রাহকদের জন্য পুনরায় চালু করতে যাচ্ছে।
গত মে ও জুন মাসে চীনের প্রতি আরোপিত নিষেধাজ্ঞার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইথেন রপ্তানির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছিল। এখন সেই নিয়ন্ত্রণও তুলে নেওয়া হয়েছে।
এই নিষেধাজ্ঞাগুলো মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সময় আরোপিত হয়েছিল, যা ছিল চীনের বিরল ধাতু এবং সম্পর্কিত চুম্বক রপ্তানি বন্ধের জবাব। এ পদক্ষেপে গাড়ি শিল্প, বিমান নির্মাণ, সেমিকন্ডাক্টর এবং সামরিক খাতে ব্যবহৃত সরবরাহ শৃঙ্খলে ব্যাপক বিঘ্ন ঘটে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর একটি কাঠামো গড়ে তোলা হয়েছে, যেখানে চীন নিয়ন্ত্রিত পণ্যের রপ্তানি আবেদন পুনর্বিবেচনা করবে, আর যুক্তরাষ্ট্র তার নিষেধাজ্ঞা তুলে নেবে।’
চীনের সরকারী একটি সূত্র জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্র অনেক নিয়ন্ত্রণ আরোপ করেছিল যাতে চীন বিরত থাকে বিরল ধাতু রপ্তানিতে, এখন দুই পক্ষ সেই কাঠামো মেনে বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে।’
সিমেন্স জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর তাদের জানিয়েছে যে চীনের গ্রাহকদের জন্য রপ্তানি নিয়ন্ত্রণ আর নেই, তাই তারা বিক্রয় ও সেবা পুনরায় শুরু করেছে। এই খবর পেয়ে তাদের শেয়ারের মূল্য বাজার খোলার পর ১.৭ শতাংশ বেড়েছে।’
সাইনোপসিস বলেছে, ‘তারা তিন কার্যদিবসের মধ্যে চীনা গ্রাহকদের সফটওয়্যার সাপোর্ট পুনরায় চালু করবে।’
চীনের ইডিএ সফটওয়্যার বাজারে এই তিন কোম্পানির শেয়ার ৭০ শতাংশের বেশি, যা চীনের চিপ ডিজাইন শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপগুলো দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা কমাতে সাহায্য করবে এবং বিশ্ব অর্থনীতির জন্য স্বস্তির বাতাস বইয়ে আনবে।
ইথেন হল একটি রাসায়নিক উপাদান যা প্লাস্টিক, কৃত্রিম তেল এবং বিভিন্ন শিল্প পণ্যের উৎপাদনে ব্যবহৃত হয়। চীনের বৃহৎ শিল্প খাতে এর সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন সফটওয়্যার চিপ ডিজাইনের জন্য অপরিহার্য, যা আধুনিক কম্পিউটার, মোবাইল ফোন এবং অন্যান্য প্রযুক্তি পণ্যের মস্তিষ্ক হিসেবে কাজ করে।
সাইনোপসিস, ক্যাডেন্স ও সিমেন্স এই বাজারের প্রায় তিন-চতুর্থাংশ অংশ নিয়ন্ত্রণ করে, তাই তাদের সফটওয়্যার চীনের প্রযুক্তি শিল্পের জন্য অপরিহার্য।
ইএইচ