ভারতে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা আটক

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০২:৪১ পিএম

ভারতের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রতিবাদের সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ও বিরোধী জোটের শীর্ষ সাংসদদের আটক করেছে পুলিশ।

সোমবার সকালে সংসদ ভবনের বাইরে অনুষ্ঠিত এই বিক্ষোভ থেকে তাদের আটক করা হয়। খবর এনডিটিভি।

প্রতিবাদের সময় সংসদ ভবনের বাইরে নেতাকর্মীরা রাস্তার ওপর বসে স্লোগান দেন। কেউ পতাকা ও ব্যানার হাতে ছিলেন, কেউ আবার পুলিশের ব্যারিকেড ঠেলে সামনে যাওয়ার চেষ্টা করেন। এসময় পুলিশ পার্লামেন্টের চারপাশের রাস্তাগুলো বন্ধ করে দেয়।

বিক্ষোভকারীরা ব্যারিকেড টপকানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরে রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং শিবসেনা (উদ্ধব ঠাকরে) নেতা সঞ্জয় রাউত রাস্তায় বসে পড়েন। বিক্ষোভকারীরাও তাদের ঘিরে রাখেন।

ঘটনার জেরে লোকসভা ও রাজ্যসভা—উভয় কক্ষই দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়।

বিরোধীদের অভিযোগ, শাসক দল বিজেপি ও নির্বাচন কমিশনের মধ্যে আঁতাত রয়েছে। এর মাধ্যমে ভোটার তালিকা জালিয়াতি ও ভোটে কারচুপি করা হচ্ছে। এই অভিযোগ মহারাষ্ট্রের নির্বাচন পরবর্তী সময়ে জোরালো হয়। বিরোধীরা দাবি করেছে, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা বদলে দিয়েছে, যাতে বিজেপি সুবিধা পায়। তারা অভিযোগ করেছে, রাজ্যের কেন্দ্রীয় নির্বাচনের মাত্র ছয় মাসের মধ্যে অস্বাভাবিকভাবে বিপুল সংখ্যক নতুন ভোটার যুক্ত হয়েছে। একই ধরনের অভিযোগ কর্ণাটকের লোকসভা নির্বাচন নিয়েও তোলা হয়েছে।

ইএইচ