উপবন এক্সপ্রেসের সময়সূচিতে পরিবর্তন

মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ০৫:৫৫ পিএম

উপবন এক্সপ্রেস ট্রেনের চলাচল ও সাপ্তাহিক ছুটির দিন পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ রেলওয়ে। 

পূর্বাঞ্চল রেলওয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৭১২ নম্বর উপবন এক্সপ্রেস ট্রেনটি এখন থেকে পূর্বনির্ধারিত বুধবারের পরিবর্তে প্রতি বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে যাত্রা করবে।

একই সঙ্গে ৭১১ নম্বর উপবন এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিনও বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আবু বকর সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-সিলেট রুটে চলাচলকারী ৭১১/৭১২ নম্বর উপবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচিতে এ পরিবর্তন আগামী ১ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন সময়সূচি অনুযায়ী ৭১২ নম্বর ট্রেন বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে যাত্রা করবে, আর ৭১১ নম্বর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিনও হবে বৃহস্পতিবার।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ট্রেন পরিচালনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব অপারেশনাল দপ্তর ও টিকিট কাউন্টারকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

ইএইচ