‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠান: ৮ জোড়া ট্রেন কখন-কোথা থেকে ছাড়বে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৫:৩৯ পিএম

জাতীয় সংসদ ভবনের সামনে মঙ্গলবার (৫ আগস্ট) আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে দেশজুড়ে ছাত্র-জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে ৮ জোড়া (১৬টি) বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। এসব ট্রেনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারও মানুষ ঢাকায় আসবেন এবং অনুষ্ঠান শেষে একই ট্রেনে নিজ নিজ এলাকায় ফিরে যাবেন।

পাঠকদের সুবিধার্থে নিচে ৮ জোড়া ট্রেনের সময়সূচি তুলে ধরা হলো—

১. চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম

চট্টগ্রাম থেকে বিশেষ ট্রেনটি ৫ আগস্ট সকাল ৭:১৫-এ ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে দুপুর ১:১৫-এ।

ফিরতি ট্রেনটি একই দিন সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে ছেড়ে রাত ১টায় চট্টগ্রামে পৌঁছাবে।

২. জয়দেবপুর-ঢাকা-জয়দেবপুর

জয়দেবপুর থেকে ট্রেনটি ৫ আগস্ট দুপুর ১২:৩০-এ ছেড়ে দুপুর ১:৩০-এ ঢাকায় পৌঁছাবে।

ফিরতি ট্রেনটি রাত ৮:১৫-এ ঢাকা থেকে ছেড়ে রাত ৯:১৫-এ জয়দেবপুর পৌঁছাবে।

৩. নারায়ণগঞ্জ-ঢাকা-নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ থেকে ট্রেনটি ৫ আগস্ট সকাল ১০:২৫-এ ছেড়ে ঢাকায় পৌঁছাবে বেলা ১১:১৫-এ।

ফিরতি ট্রেনটি সন্ধ্যা ৭:৩৫-এ ঢাকা থেকে ছেড়ে রাত ৮:২৫-এ নারায়ণগঞ্জ পৌঁছাবে।

৪. নরসিংদী-ঢাকা-নরসিংদী

নরসিংদী থেকে ট্রেনটি ৫ আগস্ট সকাল ১১:৩০-এ ছেড়ে দুপুর ১২:৪০-এ ঢাকায় পৌঁছাবে।

ফিরতি ট্রেনটি রাত ৮টায় ঢাকা থেকে ছেড়ে রাত ৯:১০-এ নরসিংদী পৌঁছাবে।

৫. সিলেট-ঢাকা-সিলেট

সিলেট থেকে ট্রেনটি ৫ আগস্ট ভোর ৫:৪৫-এ ছেড়ে দুপুর ১:১৫-এ ঢাকায় পৌঁছাবে।

ফিরতি ট্রেনটি রাত ৯টায় ঢাকা থেকে ছেড়ে ৬ আগস্ট ভোর ৪:৩০-এ সিলেটে পৌঁছাবে।

৬. রাজশাহী-ঢাকা-রাজশাহী

রাজশাহী থেকে ট্রেনটি ৫ আগস্ট সকাল ৭:২০-এ ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর ১২:৩০-এ।

ফিরতি ট্রেনটি রাত ১০:৪৫-এ ঢাকা থেকে ছেড়ে ৬ আগস্ট ভোর ৪টায় রাজশাহীতে পৌঁছাবে।

৭. রংপুর-ঢাকা-রংপুর

রংপুর থেকে ট্রেনটি ৪ আগস্ট রাত ১১:৩০-এ ছেড়ে ৫ আগস্ট সকাল ৮:৫০-এ ঢাকায় পৌঁছাবে।

ফিরতি ট্রেনটি ৫ আগস্ট রাত ৮টায় ঢাকা থেকে ছেড়ে ৬ আগস্ট ভোর ৫টায় রংপুরে পৌঁছাবে।

৮. ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা

ভাঙ্গা থেকে ট্রেনটি ৫ আগস্ট সকাল ১১:৩০-এ ছেড়ে দুপুর ১টায় ঢাকায় পৌঁছাবে।

ফিরতি ট্রেনটি সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে ছেড়ে রাত ৮:৩০-এ ভাঙ্গায় পৌঁছাবে।

এই সময়সূচি অনুযায়ী যাত্রা নিশ্চিত করতে যাত্রীদের যথাসময়ে নিজ নিজ স্টেশনে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

ইএইচ