গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার বিচার না হলে লালমার্চের হুমকি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘গোপালগঞ্জের মাটি ও মানুষকে চিরতরে মুজিববাদ থেকে মুক্ত করে ছাড়বো।’
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ বক্তব্য দেন।
নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে ফ্যাসিস্ট ও ডেভিলরা আশ্রয় নিয়েছে। বারবার বলেছি—মানবাধিকার সবার জন্য। কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগের কেউ গ্রেপ্তার হচ্ছে না, বিচার হচ্ছে না। প্রশাসনে এখনো স্বৈরাচারের দোসররা সক্রিয়।
তিনি আরও বলেন, আমরা ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ চাই না। এই সংস্করণও মানুষ প্রত্যাখ্যান করেছে। মুজিববাদের সন্ত্রাসীদের পরাজিত করেছি, এবার গোপালগঞ্জে লালমার্চ করব। সাধারণ মানুষকে হয়রানি না করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করুন।
আন্দোলনের ধারাবাহিকতা তুলে ধরে তিনি জানান, জুলাই মাসজুড়ে সারাদেশে পদযাত্রা চলবে এবং ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই সনদ’ ঘোষণা করা হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন— এনসিপির সদস্য সচিব আক্তার হোসাইন, কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, শ্রমিক উইংয়ের সমন্বয়ক মাজহারুল ইসলাম কোচি, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট জাহিদুল ইসলাম, সৈয়দা নিলীমা দোলা এবং কেন্দ্রীয় সমন্বয়ক তৌহিদ আহমেদ আশিক।
এর আগে খুলনা থেকে রওনা হয়ে এনসিপির নেতারা দুপুরে ফরিদপুর শহরে পৌঁছান। সেখান থেকে সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু হয়ে আলীপুর মোড়ের ইমামউদ্দিন স্কয়ারে গিয়ে সমাবেশে পরিণত হয়।
বিআরইউ