‘গণঅভ্যুত্থান দিবস’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগ মোড় রোববার সকাল থেকেই মুখরিত হয়ে ওঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগানে। দুপুর আড়াইটায় শুরু হতে যাওয়া ঐতিহাসিক ছাত্রসমাবেশকে ঘিরে শুরু থেকেই সেখানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সকাল সাড়ে ১১টার দিকে মঞ্চ ও সাউন্ড সিস্টেম প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছায়। দেশের বিভিন্ন জেলা, মহানগর ও ইউনিট থেকে আগত ছাত্রদলের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন।
আয়োজকদের প্রত্যাশা, এ সমাবেশে কয়েক লাখ নেতাকর্মীর অংশগ্রহণ ঘটবে। এর অংশ হিসেবে সংগঠনটি ইতোমধ্যে ২৫৪ সদস্যবিশিষ্ট ৯০টি সমন্বয় টিম গঠন করেছে।
যানজটের আশঙ্কায় আগেভাগেই নেতাকর্মীদের সমাবেশস্থলে দলে দলে না আসার অনুরোধ জানানো হলেও, সকাল থেকেই শাহবাগমুখী ঢল নামে কর্মীদের। গরম আবহাওয়া ও দীর্ঘ যাত্রার ক্লান্তিকে উপেক্ষা করে তারা বিভিন্ন স্লোগানে চাঙা হয়ে ওঠেন। ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘খালেদা জিয়া ভয় নাই’, ‘জিয়ার সৈনিক এক হও’—এমন নানা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে শাহবাগ মোড়।
লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সদস্যসচিব রিফাত বলেন, “সকালেই আমরা শাহবাগে এসে গেছি। আমাদের নেতাকর্মীরা নিজের খরচে, ভালোবাসা ও ত্যাগের মাধ্যমে এই আন্দোলনের অংশ নিতে এসেছে। স্লোগান দিয়েই আমরা সবাইকে চাঙা রাখছি।”
ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক বায়জিদ বলেন, “দেশজুড়ে হাজার হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দিতে আসছেন। আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই রাজনৈতিক বার্তা দিতে চাই।”
সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও সাবেক ছাত্রনেতারা।
জনদুর্ভোগের আশঙ্কায় আগাম দুঃখ প্রকাশ করেছে ছাত্রদল। পাশাপাশি ব্যানার-ফেস্টুন টানানো ও ব্যক্তিগত শোডাউন থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় সংসদ।
সমাবেশ থেকে ছাত্রদলের নেতারা জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সংগঠনটির ভূমিকা, তরুণদের কর্মসংস্থান এবং শিক্ষার্থীদের মানবসম্পদে রূপান্তরের বিষয়ে বক্তব্য দেবেন।
অন্যদিকে, সমাবেশ ঘিরে শাহবাগ ও আশপাশের এলাকায় সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক উপস্থিতি লক্ষ্য করা যায়। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা সদস্য। সম্ভাব্য কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নজরদারিও জোরদার করা হয়েছে।
ইএইচ